ফের ছত্তিশগড়ে সাফল্য পেল যৌথবাহিনী। এই নিয়ে বৃহস্পতিবার থেকে টানা তিন দিন বিজাপুরে মাও নিকেশ করল বাহিনীর সদস্যরা। গত তিন দিনে মোট ৭ জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার মাও নেতা সুধাকরকে খতম করেছিল যৌথবাহিনী। এরপর শুক্রবার গুলিতে নিকেশ হয় অপর এক মাওবাদী নেতা ভাস্কর। শনিবার ফের একইভাবে সাফল্য পেল বাহিনী। পুলিস সূত্রে জানা গিয়েছে, ইন্দ্রবতী জাতীয় উদ্যান চত্বরে শনিবার বিকেল পর্যন্ত তল্লাশি অভিযানে নেমে আরও ৫ মাওবাদীকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে রয়েছেন দুই মহিলাও। তবে তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। এই মাওবাদী বিরোধী অভিযান প্রসঙ্গে এক পুলিস আধিকারিক জানিয়েছেন, গত ৩ দিনে ৭টি মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ওই এলাকা থেকে দুটি একে ৪৭ রাইফেল ও প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে। খবর রয়েছে, এখনও ওই এলাকায় বেশ কয়েকজন মাও নেতা আত্মগোপন করে রয়েছে, সেই কারণেই তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।
