ওমানে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ৷ একই সঙ্গে উদ্বোধনী অধিবেশনে তিনিই ছিলেন প্রধান বক্তা। জয়শঙ্কর ভারত ও ওমানের মধ্যে 70 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন উপলক্ষে একটি লোগো এবং দুই দেশের ইতিহাসের উপর একটি বইও প্রকাশ করেন। সোমবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর বেশ কয়েকজন বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। এক সরকারি বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, উদ্বোধনী অধিবেশনে জয়শঙ্কর তাঁর বক্তব্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং একটি স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগর এলাকা নিশ্চিত করার জন্য ভারতের প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। তাঁর সফরকালে, জয়শঙ্কর ওমানের বিদেশমন্ত্রী সইয়দ বদর আলবুসাইদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷ যেখানে উভয় নেতা ভারত-ওমান সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করেন। ভারত মহাসাগর সম্মেলন আয়োজনের জন্য এবং ভারত-ওমান সম্পর্ক জোরদারে তাদের অবিচল সমর্থনের জন্য ওমানের সুলতানের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিদেশমন্ত্রী। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি করার উপায় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷ বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তি উদযাপনের জন্য বিশেষভাবে ডিজাইন করা লোগোটিও উন্মোচন করেছেন জয়শঙ্কর এবং সইয়দ বদর আলবুসাইদি। 2025 সালে তৈরি এই লোগোটি উভয় দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের সম্পর্কের উপর নির্মিত দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতীক। উল্লেখযোগ্যভাবে, বিদেশমন্ত্রী জয়শঙ্কর ওমানের বিদেশমন্ত্রীর সঙ্গে “মান্ডভি টু মস্কট: ইন্ডিয়ান কমিউনিটি অ্যান্ড দ্য শেয়ার্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ওমান” বইটিও প্রকাশ করেছেন। মস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাসের প্রকাশিত এই বইটিতে ওমানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সমৃদ্ধ ইতিহাস এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে রূপদানকারী শতাব্দী প্রাচীন জনসাধারণের মধ্যে সম্পর্কের উপর আলোকপাত করা হয়েছে। সম্মেলনের ফাঁকে, বিদেশমন্ত্রী ব্রুনাই, বাংলাদেশ, ইরান, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস এবং নেপালের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন ৷ যেখানে পারস্পরিক উদ্বেগের মূল আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয় ৷ বিদেশ মন্ত্রক তার বিবৃতিতে উল্লেখ করেছে, ভারত মহাসাগর অঞ্চলের সঙ্গে আরও গভীর সম্পর্কের প্রতি ভারতের প্রতিশ্রুতি জোরদার করা হয়েছে।
