এবার ইন্দোনেশিয়ায় ভূমিকম্প। কম্পনের তীব্রতার ৫.৫ রিখটার স্কেল। স্থায়ী ছিল ৪ সেকেন্ড। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, এদিনের কম্পনে কম করেও চার জন প্রাণ হারিয়েছেন। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের পর কয়েকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। তার তীব্রতাও কম নয়। প্রতিটি আফটারশকের তীব্রতাও ৫.৫। যে ৪ জন প্রাণ হারিয়েছেন, তারা ইন্দোনেশিয়ার একটি ক্যাফে সেন্টারে বসে গল্প গুজব করছিলেন। কম্পনে ওই ক্যাফে সেন্টারটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে প্রকাশ। ক্যাফে সেন্টারের নীচে আর কেউ পড় রয়েছে কি না, তা খতিয়ে দেখা শুরু হয়েছে। কম্পন শুরু হওয়ায় সব থেকে বেশি উদ্বেগ তৈরি হয় সেখানকার বহুতলের বাসিন্দাদের। অনেকেই বাড়ির বাইরে চলে আসেন। অফিসকর্মীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। তারা কাজকর্ম বন্ধ করে রুদ্ধশ্বাস দৌড়ে নিচে নামে। ইন্দোনেশিয়া এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ। ফলে, সামান্য কম্পন হলেই সেখানকার মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন।