জেলা

ভাঙড়ে রাতভর তল্লাশি পুলিশের, হাতিশালার সংঘর্ষে গ্রেফতার আরও ৪ আইএসএফ কর্মী

আইএসএফ-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ভাঙড় কাণ্ডে সক্রিয় পুলিশ। সংঘর্ষের ঘটনায় চার আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সারারাত ভাঙড়ের কাশীপুর এলাকায় তল্লাশি চালয়া লেদার কমপ্লেক্স থানার পুলিশ। তল্লাশি অভিযান চলকালীন এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ভাঙড়ের হাতিশালায় ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তৃণমূল-আইএএফ সংঘর্ষ বেশ কিছু পার্টি অফিসও ভাঙচুর করা হয়েছিল। সংবাদমাধ্যম, সোশাল মিডিয়া ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আগেই ৪৭ জনকে পুলিশ গ্রেফতার করেছিল। এই গ্রেফতারির পর ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১। নতুন করে ধৃত ৪ জনকে শুক্রবারই আদালতে পেশ করে হেফাজতের আবেদন জানাবে পুলিশ।  ২১ জানুয়ারি হাতিশালায় সংঘর্ষের পর কলকাতার ধর্মতলা মোড় অবরোধ করে আইএসএফ। সেখান থেকে আইএসফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এর পাশাপাশি ১৮ জন কর্মী সমর্থককেও গ্রেফতার করা হয়েছে। আইএসএফ বিধায়ককে ১ ফেব্রুয়ারি অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়ছে আদালত।