বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর৷ এদিন দুষ্কৃতীদের গুলিতে চার জন নিরীহ মানুষের মৃত্যু ৷ এই ঘটনার জেরে ফের একবার রাজ্যের পাঁচটি জেলায় কারফিউ জারি করা হয়েছে৷ এ দিন ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবাল জেলায়৷ জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় একদল দুষ্ক্তী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে এসে স্থানীয়দের থেকে তোলা আদায় করার চেষ্টা করে৷ তখনই নির্বিচারে গুলি চালিয়ে চারজনকে হত্যা করা হয়৷ এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন৷ এই ঘটনার পর থেকেই থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন৷ ২০২৩ সালের শুরু থেকেই দীর্ঘ সময় ধরে গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ হয়েছিল মণিপুর৷ সংঘর্ষে অন্তত ১৮০ জনের মৃত্যু হয়৷ গৃহহীন হয়ে পড়েন প্রায় ৬০ হাজার মানুষ৷