দীর্ঘ ৬ বছর বাদে অবশেষে জমি জট কাটল হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের প্রস্তাবিত জলপ্রকল্প গড়ে তোলার কাজে। খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে সাঁকরাইল ব্লকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্প গড়ে তুলতে ৩০০ কোটি টাকা অনুমোদন করেছিলেন। গঙ্গা থেকে জল তুলে তা পরিশুদ্ধ করে পাইপের মাধ্যমে ব্লকের বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই সঙ্গে এটাও ঠিক হয়েছিল যে সাঁকরেল ব্লকের মানুষজন ছাড়াও এই প্রকল্পের বাড়তি জল সরবরাহ করা হবে হাওড়া জেলারই ডোমজুড়, পাঁচলা এবং উলুবেড়িয়া-২ এই ৩টি ব্লকেও। সব মিলিয়ে লাভবান হবেন প্রায় ৪ লক্ষ মানুষ। কিন্তু জমি জটের কারণে সেই প্রকল্পের কাজই শুরু করা যায়নি এতদিন ধরে। কিন্তু সম্প্রতি সেই জমি জট কেটে গিয়েছে। জানা গেছে, সাঁকরাইল স্টেশনের পাশে থাকা ভারত কো-অপারেটিভের জমিতে এই প্রকল্পের গড়ে তোলা হবে।
