বিদেশ

তীব্র আর্থিক সংকটে জেরবার পাকিস্তানকে ৩৬০ মিলিয়ন ইউরো আর্থিক সাহায্য দিচ্ছে ফ্রান্স

তীব্র আর্থিক সংকটে জেরবার পাকিস্তান। বিভিন্ন দেশের কাছে আর্থিক সাহায্য চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অধিকাংশ দেশ যখন সন্ত্রাসবাদের আঁতুরঘর হিসেবে পরিচিত দেশটিকে আর্থিক সাহায্য দিতে গড়িমসি করছে, তখনই ‘দেবদূতের’ মতো এগিয়ে এলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রো। সোমবার র তিনি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, চরম আর্থিক সঙ্কটে পড়া পাকিস্তানকে ৩৬০ মিলিয়ন ইউরো আর্থিক অনুদান হিসেবে দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান যাতে পাকিস্তানকে সাহায্য দেওয়ার জন্য এগিয়ে আসে সেই অনুরোধও জানাবেন। গত কয়েক মাস ধরেই চরম আর্থিক দৈন্যদশায় ভুগছে পাকিস্তান। শতাব্দীর ভয়াবহ বন্যার কারণে দেশের এক তৃতীয়াংশ মানুষই চরম খাদ্য সঙ্কটের সম্মুখীন হয়েছেন। ১,৭০০ মানুষ বিধ্বংসী বন্যায় প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন ৮০ লক্ষের বেশি। আটার কিলো ১৮০ টাকা ছাড়িয়ে গিয়েছে। চাল-ডালও গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এক টুকরো রুটির জন্য হাহাকার করছেন সাধারণ মানুষ।  ফলে ক্রমশই সরকারের বিরুদ্ধে জনরোষ চড়ছে। আর জনরোষে গদি হারাতে হতে পারে এমন আশঙ্কায় জাতিসঙ্ঘ সহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভিক্ষার পাত্র হাতে আর্থিক সাহায্য চেয়ে কাতর আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বিধ্বংসী বন্যার দোহাই পেড়ে জাতিসঙ্ঘের কাছে ১৬ বিলিয়ন আর্থিক সাহায্য চেয়েছেন পাক প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের কাছে ১১০ কোটি ডলার ঋণ দেওয়ার আর্জি জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক সাড়া মেলেনি।