জেলা

স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে লক্ষ টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ । ধৃতরা হল বিশ্বনাথ হালদার (৩৪), গোবিন্দ সিং (৩৫) ও নন্দকিশোর শ্রীবাস্তব(৫৫)। তাদের মধ্যে বিশ্বনাথের বাড়ি বালুরঘাটে, গোবিন্দ সিংয়ের বাড়ি বিহার এবং নৈহাটিতে বাড়ি নন্দকিশোর শ্রীবাস্তবের । ধৃত তিনজন স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নামে বালুরঘাটের প্রায় ৩০ জনের কাছ থেকে ফর্ম ফি বাবদ ৪ হাজার টাকা করে তোলে। বেশ কয়েকজনের কাছ থেকে কাজের জন্য অগ্রিম টাকাও নেয় বলে অভিযোগ । বালুরঘাট বাস স্ট্যান্ড চত্বর এলাকায় একটি বেসরকারি হোটেলে বসেই প্রতারণার কাজ চালাচ্ছিল অভিযুক্তরা । অভিযোগ পেতেই ১৪ জুন তিনজনকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ । ১৫ জুন তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন । তখনই বিভিন্ন তথ্য সামনে আসে পুলিশের কাছে ।