বিবিধ

আগামীকাল বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

আগামী ৮ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ। আগামী তিন বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। মার্কিন স্পেস এজেন্সি নাসা জানিয়েছে, এরপরে ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এই তিন বছর শুধুমাত্র আংশিক বা penumbral চন্দ্রগ্রহণ দেখা যাবে। এবারের চন্দ্রগ্রহণে চাঁদ পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের মধ্যে এসে পড়লে, চাঁদের রঙ লালচে হয়ে যাবে। এই চন্দ্রগ্রহণের যে সময়ে চাঁদ পুরোপুরি ভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে, সেই পর্যায়টি দেখা যাবে উত্তর ও মধ্য আমেরিকা, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর পশ্চিমভাগ থেকে। পুয়ের্তো রিকো থেকে গ্রহণের পূর্ণগ্রাস পর্যায় শুরু হওয়ার কিছু পরেই দেখা যাবে। এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকেও এই গ্রহণ দেখা যাবে। আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রতিটি পর্যায় স্পষ্টভাবে দেখার সুযোগ পাবেন। শোনা গিয়েছে, ভারতের বিভিন্ন অংশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এমনকি সাক্ষী থাকবেন কলকাতাবাসীও। সূত্রের খবর ভারতে আংশিক চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ২টো ৩৯ মিনিট থেকে। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে ছ’টার মধ্যে, প্রায় দেড় ঘণ্টা স্পষ্ট দেখা যাবে গ্রহণ। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে চন্দ্রগ্রহন দেখা যাবে বিকেল ৪টা ৪৯ মিনিট থেকে। প্রায় ২ ঘণ্টা ৪১ মিনিট দেখা যাবে। ত্রিপুরার আগরতলায় গ্রহণ শুরু হবে বিকেল ৪টে ৩৮ মিনিটে। গুয়াহাটিতে সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে বিকেল ৪টা ৩৬ মিনিটে। ওড়িশার ভুবনেশ্বর থেকে সবচেয়ে ভাল গ্রহণ দেখা যাবে বিকেল ৫টা ৯ মিনিটে। বিহারের পটনায় বিকেল ৫টা ৬ মিনিটে সবচেয়ে ভাল পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।  কলকাতায় বিকেল ৪টা ৫২ মিনিটে গ্রহণ শুরু হবে বলে জানা গিয়েছে। মহানগর থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৪টে ৫৫ মিনিট নাগাদ। চন্দ্রগ্রহণ থাকবে সন্ধ্যা ৭টা ২৬ মিনিট পর্যন্ত।