জেলা

গঙ্গাসাগর মেলায় উপচে পড়া ভিড় সামলাতে হাজির রাজ্যের একাধিক মন্ত্রী

গঙ্গাসাগর মেলাতে উপচে পড়বে ভিড় এমনটাই আশঙ্কা করেছিল জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আশঙ্কা যেন সত্যি হলো শুক্রবার সন্ধ্যা থেকেই । গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে আছড়ে পড়েছে মানুষের ঢল। মোক্ষ্য লাভের আশায় লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছে সাগর পাড়ে। শনিবার থেকেই শুরু হচ্ছে মকর সংক্রান্তির স্নান। ইতিমধ্যেই ত্রিস্তরি ও নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে গঙ্গাসাগর সমুদ্র সৈকত। শুক্রবার সন্ধ্যায় গঙ্গাসাগরে এসে পৌছান পুলক রায় ,মন্ত্রী ,জনস্বাস্থ্য ও কারিগরী বিভাগের। এছাড়াও উপস্থিত হন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। একইসঙ্গে সাগরে আসেন, সুজিত বোস, মন্ত্রী,অগ্নিনির্বাপণ ও জরুরী পরিষেবা বিষয়ক। শুক্রবার সন্ধ্যায় গঙ্গাসাগর মেলা অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।এই

সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা।এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানান,এবারের গঙ্গাসাগর মেলার নতুন আকর্ষণ’বাংলার মন্দির’ ।বাংলার বিভিন্ন তীর্থক্ষেত্র যেমন কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, তারকেশ্বর, অহনা কালী মন্দিরে অবিকল প্রতিরূপ এবার দেখা যাচ্ছে মেলা প্রাঙ্গনে। মেলার পবিত্র পরিবেশে পুণ্যার্থীরা পাবেন এই সকল তীর্থ দর্শনের সুযোগ। একটি ভ্রাম্যমান এল ই ডি বোর্ডতে দেখান হচ্ছে ৩ টি মহাতীর্থের লাইভ পূজা ও দর্শন ।যাতে লক্ষ লক্ষ মানুষ সাগর মেলা প্রাঙ্গন থেকে তাদেখার সুযোগ পাবেন।