কলকাতা

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান

আজ ভোর থেকেই গঙ্গাসাগরে শুরু হয়েছে পূণ্যস্নান ৷ করোনার আবহেও ভিড় জমিয়েছেন কয়েক লাখ পুণ্যার্থী। সকাল থেকে আকাশের মুখ ভার ৷ ঝিরিঝিরি বৃষ্টি চলছে ৷ সঙ্গী কনকনে হাওয়া । তবে শীতকে উপেক্ষা করে সাগরের হিমশীতল জলে ডুব

দিচ্ছেন পুণ্যার্থীরা ৷ গঙ্গাসাগরে বৃহস্পতিবার রাত থেকেই বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছেন । মকর সংক্রান্তিতে সকালের সূর্য উঠতেই শুরু হয়েছে পুণ্যস্নান । পাশাপাশি চলছে কপিলমুনি মন্দিরের পুজো । কোভিডবিধি মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে কড়া নজরদারি চালাছেন হাইকোর্টের প্রতিনিধিরা।