জেলা

কামালগাজির ঠান্ডা পানীয়ের কারখানা থেকে গ্যাস লিক, অসুস্থ বহু কর্মী

 ঠান্ডা পানীয়ের কারখানা থেকে গ্যাস লিক। কারখানার কর্মী সহ অসুস্থ বেশ কয়েকজন। তীব্র আতঙ্ক দক্ষিণ ২৪ পরগনার কামালগাজিতে। বিকেল চারটে। কামালগাছি বাইপাসের কাছে একটি ঠান্ডা পানীয়ের কারখানার কাজ চলছিল পুরোদমে। আচমকাই ঝাঁঝালো গ্যাসে ভরে যায় চারপাশ! বেজে ওঠে সাইরেন। কারখানা যাঁরা কাজ করছিলেন, তাঁদের তড়িঘড়ি বাইরে করে বের করে দেওয়া হয়। আশেপাশের এলাকায় অবশ্য ততক্ষণে গ্য়াসের ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। এমনকী, বাদ যাননি কারখানার শ্রমিকরাও। চোখ ঝাপসা, সঙ্গে শ্বাসকষ্ট। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ ইঞ্জিন। সঙ্গে মেডিক্যাল টিমও। বারুইপুরের মহকুমাশাসক, রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান, স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলার নেমে পড়েন সকলেই।  পুলিস সূত্রে খবর, কারখানায় অ্যামোনিয়া গ্যাস সরবরাহকারী পাইপে লিকেজের কারণেই এই বিপত্তি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।