খেলা ফিফা বিশ্বকাপ ২০২২

দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে দিল ঘানা

দক্ষিণ কোরিয়া ও ঘানা ম্যাচে টানটান উত্তেজনা ছিল। কিন্তু শেষ হাসি হাসল ঘানা। ঘানা ৩-২ হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। এই খেলা ফ্যানরা মনে রাখবেন বহু দিন। এই মুহূর্তে ‘গ্রুপু এইচ’-এর পয়েন্ট টেবল বলছে পর্তুগালের ঘাড়ে নিঃস্বাস ফেলছে ঘানা। এই ঘানাকে প্রথম ম্যাচে হারিয়ে পর্তুগাল তুলে এনেছিল তিন পয়েন্ট। ঘানা দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে চলে এল দুয়ে। তিনে উরুগুয়ে ও চারে দক্ষিণ কোরিয়া। যাদের ঝুলিতে রয়েছে এক পয়েন্ট করে। এদিনে রাতে ‘গ্রুপু এইচ’-এ মুখোমুখি হবে পর্তুগাল-ঘানা। এদিন ম্যাচের ২৪ মিনিটেই ঘানাকে এগিয়ে দেন ডিফেন্ডার মহম্মদ সালিসু। জর্ডন আইয়ুর ভয়ংকর ক্রস থেকে অসাধারণ দক্ষতায় গোল করে এগিয়ে দেন সালিসু। এই গোলের ১০ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন ঘানার তারকা স্ট্রাইকার মহম্মদ কুডুস। আবারও সেই গোল সাজিয়ে দিলেন জর্ডন আইয়ু। কুডুস মাথা ছুঁইয়ে গোলের ঠিকানা লিখে দিলেন। বিরতিতে ২-০ গোলে এগিয়ে মাঠ ছেড়েছিল ঘানা। দ্বিতীয়ার্ধে কিন্তু দক্ষিণ কোরিয়া বুঝিয়ে দিয়েছিল যে, এবার তারা পাল্টা দেবে। যার পরিণাম চো গিউ-সাং। ৫৮-৬১ মিনিটের মধ্যে জোড়া গোল করে খেলার রং বদলে দেন দিনি। স্টেডিয়ামে আসা দক্ষিণ কোরিয়ার সমর্থকরা উচ্ছ্বাসে ভাসতে শুরু করে দেন। সেলিব্রেশেনে মাতেন তাঁরা। কিন্তু সেই আনন্দ স্থায়ী হয়েছিল মাত্র সাত মিনিট। কোরিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন সেই কুডুস। মেনসার ক্রস থেকে নীচু শটে গোল করে স্কোরলাইন ৩-২ করেন তিনি। এদিন নির্ধারিত সময়ের পর আরও অতিরিক্ত ১০ মিনিট পায় দুই দল। কিন্তু আর গোল শোধ করতে পারেননি সন হিউংরা।