দেশ

প্রিয়ঙ্কা গান্ধীর গোয়া সফরের দিনই একের পর এক কংগ্রেস নেতারা দিলেন ইস্তফা

আজই গোয়া সফরে গিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। একাধিক বিরোধী দলের সঙ্গে তাঁর পরিকল্পনাও রয়েছে। এরই মাঝে দলে ভাঙন ধরল। শুক্রবার সকালেই গোয়ার পোরভোরিম বিধানসভা কেন্দ্রের একাধিক কংগ্রেস নেতা এ দিন ইস্তফা দেন। নির্দল বিধায়ক রোহন খাউন্টের সমর্থনপ্রাপ্ত ওই নেতাদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনের লড়াই নিয়ে মাথাই ঘামাচ্ছে না কংগ্রেস। জেলা পঞ্চায়েতের প্রাক্তন সদস্য গুপেশ নায়েক বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করতে আগ্রহীই নয় কংগ্রেস। বেশ কিছু নেতার আচরণেই তা স্পষ্ট বোঝা যাচ্ছে।”এদিকে, দক্ষিণ গোয়ার প্রবীণ কংগ্রেস নেতা মোরেনো রেবেলো-ও এদিন দল থেকে ইস্তফা দেন। ইস্তফাপত্রে তিনি দাবি করেছেন, বিধায়ক আলেক্সিও রেজিনাল্ডো লরেনকো দলবিরোধী কার্যকলাপ করা সত্ত্বেও, তাকে কার্টোরিম আসন থেকে প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে। দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানান।গোয়া প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গিরিশ সি-কে চিঠি লিখে তিনি বলেন, “আলেক্সিও রেজিনাল্ডো লরেনকো, যিনি বিগত সাড়ে চার বছর ধরে দলের কোনও কাজে কখনও যুক্ত থাকেননি, বরং দলের নেতাদের কেবল গালমন্দ করেছেন। সম্প্রতি জেলা পরিষদের নির্বাচনের সময়ও তিনি কার্টোরিম কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধেও কাজ করেছেন। এতকিছুর পরও তাকেই দলের সভাপতি পদ দেওয়া হয়েছে এবং সম্প্রতি বৈঠকে তাঁকে শীর্ষ নেতারা প্রার্থী হিসাবেও ঘোষণা করেছেন।” যে সময়ে গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে কংগ্রেসের জোট বাধার পরিকল্পনা চলছে, সেই সময়ই একের পর এক ইস্তফায়, আসন্ন নির্বাচনে বেশ চাপেই পড়তে চলেছে কংগ্রেস।