পাচারের আগে দক্ষিণ দিনাজপুরে উদ্ধার ২০টি সোনার বিস্কুট । শনিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে বিএসএফের ১৩৭ ব্যাটালিয়নের জওয়ানরা। জেলার পতিরাম-হিলি রাজ্য সড়কে অভিযান চালিয়ে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেন তাঁরা। ধরা পড়েছে এক পাচারকারী। ঘটনায় একটি ছোট গাড়ি, দুটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। গাড়িটি হিলি থেকে মালদার দিকে যাচ্ছিল। উদ্ধার হওয়া সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৭ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এদিন বিকেলে উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি হিলি শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। এদিকে, ওই পাচারকারীকে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ। সোনা পাচারচক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।