বিজ্ঞান-প্রযুক্তি

এবার চাকরি যাচ্ছে গুগলের ১০ হাজার কর্মীর!

ফেসবুকের পর ছাঁটাই এবার গুগল। চাকরি হারাচ্ছেন তাদের অ্যালফাবেট সংস্থার ১০ হাজার জন। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। জানা গিয়েছে, গুগল প্রত্যেক টিম ম্যানেজারকে বলেছে, সংস্থার কাদের পারফরম্যান্স কেমন তার একটা রিপোর্ট তৈরি করতে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে, ২০২৩-য়ের জানুয়ারি থেকে গুগল এই ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা শুরু করবে। গুগল যে এই রাস্তায় হাঁটতে পারে, তার একটা ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন সুন্দর পিচাই। মাস খানেক আগে তাঁকে বলতে শোনা গিয়েছিল, কোনও সংস্থার সম্পদ আগের থেকে কমে গেলে, তখন সংস্থার প্রয়োজন হয়ে পড়ে ফারাক নির্ধারণের। এই তফাৎ হল কিসের গুরুত্ব রয়েছে আর কীসের গুরুত্ব নেই। বাছাই করার প্রয়োজন হয়ে পড়ে সংস্থার গুরুত্বহীন কর্মীর সঙ্গে গুরুত্বপূর্ণ কর্মীর একটা তফাৎ নির্ধারণ করা। দ্য ইনফরমেশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুগল প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল কর্মীদের বোনাস না দেওয়ার। সেটা করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। কারণ, পৃথিবীজুড়ে আর্থিক পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। তাই, বাধ্য হয়েই এই রাস্তায় হাঁটতে হচ্ছে গুগলকে। চাপ আরও আছে, কর্মী ছাঁটাই করেও গুগলকে তাঁর গুণগত মান ধরে রাখতে হবে।