বিনোদন

প্রয়াত বাচিকশিল্পী গৌরী ঘোষ

প্রয়াত বাচিকশিল্পী গৌরী ঘোষ। মূলত বার্ধক্যজনিত কারণেই। বেশ কিছু দিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। দিন কয়েক আগে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার সকালে সব শেষ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। তার পরেই হাসপাতালে ভর্তি করা হয় শিল্পীকে। শেষ কিছুদিন তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। গৌরী ঘোষের বয়স হয়েছিল ৮৩ বছর। রেডিও দিয়েই কর্মজীবন শুরু গৌরী দেবীর। দীর্ঘদিন আকাশবাণীতে উপস্থাপক হিসেবে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে ‘কাজী সব্যসাচী সম্মান’ প্রদান করে। স্বামী পার্থ ঘোষও ছিলেন উপস্থাপক। রেডিওতেই প্রথম জুটি বেঁধে একের পর এক বিখ্যাত শ্রুতিনাটক শুনিয়েছেন পার্থ–গৌরী। উপস্থাপনা করেছেন একাধিক অনুষ্ঠানের। আবৃত্তির বহু সিডি রয়েছে তাঁদের। দমদমের এস পি মুখার্জি রোডের কাছে এক ছেলেকে নিয়ে ছিল তাঁদের সংসার।  শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া শিল্পীমহলে।