বেপরোয়া গতির জেরে সল্টলেকে দুর্ঘটনার কবলে সরকারি বাস৷ বাসের ধাক্কায় মৃত্যু হল এক রিক্সা চালকের৷ ঘটনায় আহতও হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ৷ আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ যদিও সরকারি বাসের চালক পলাতক৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন বেলা বারোটা নাগাদ ইএম বাইপাস থেকে সল্টলেকের দিকে ঢুকছিল এস ৯ রুটের একটি সরকারি বাস৷ অভিযোগ, সিগন্যাল ভেঙেই বাইপাস থেকে সল্টলেকের রাস্তায় ঢুকে পড়েন চালক৷ বাসের গতিও ছিল বেশি৷ সেই সময় জি সি আইল্যান্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি রিক্সায় প্রথমে ধাক্কা মারে বাসটি৷ এর পরে ডিভাইডা্রে উঠে গিয়ে একটি গাছ এবং পাঁচিলে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় বাসটি৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন পথচারীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷ দুই রিক্সাচালক সহ আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই এক রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷