উপনির্বাচনে জয়ী ৬ প্রার্থীকে আগামী সোমবার বিধানসভায় গিয়ে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এমনটাই আগ্রহ প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সূত্রের খবর এমনই। রাজভবন সূত্রে খবর, উপনির্বাচনে জয়ী ৬ প্রার্থীকে শপথ বাক্য পাঠ করানোর বিষয়টি বিধানসভাতেও জানিয়েছেন রাজ্যপাল। এর আগে শপথবাক্য পাঠ করানো নিয়ে দুবার রাজ্য-রাজ্যপাল সংঘাত হয়েছিল। প্রথমবার রাজ্যপাল বলেছিলেন তিনি রাজভবনে শপথবাক্য পাঠ করাতে চান। সেবার জয়ী প্রার্থীরা রাজভবনে গিয়ে শপথ নিতে চাননি। শপথবাক্য পাঠ করানো নিয়ে সংঘাত শুরু হয়েছিল আরও একবার। বিধানসভা থেকে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করানোর আবেদন গেলেও রাজভবন থেকে কোনও সাড়া মেলেনি। এরকম এক পরিস্থিতিতে স্পিকার নিয়ম মেনে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করিয়ে দেন। এনিয়ে রাজ্যপালের তরফে আপত্তি তোলা হয়েছিল। এই সংঘাতের মধ্যেও উপনির্বচনে জয়ী প্রার্থীদের শপথবাক্য পাঠ করানোর অনুরোধ করা হয় রাজ্যের তরফে। তবে এবার শোনা যাচ্ছে রাজ্যপাল জয়ী ৬ প্রার্থীকে শপথবাক্য পাঠ করানোর ইচ্ছে প্রকাশ করেছেন। বিধানসভাকে তা জানিয়েও দিয়েছেন। শপথবাক্য পাঠ করানোর জন্য তিনি বিধানসভায় আসবেন। এমনটাই জানা যাচ্ছে।