কলকাতা

হাতে খড়ি পর্ব কাটতেই তলব, রাতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

বৃহস্পতিবার হাতে খড়ি হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ এর কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে ৷ এদিন রাতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল ৷ রাজনীতির ছোঁয়া লাগল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাতে খড়ি অনুষ্ঠান ঘিরেও। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ীই বৃহস্পতিবার রাজভবনে তাঁর হাতে খড়ি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায় সহ বহু বিশিষ্টজন। অজয় চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় , স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের মতো শিল্পীরাও হাজির ছিলেন। দেখা গিয়েছে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকেও । আমন্ত্রণ পেয়েও রাজভবনে যাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কেন তিনি যাবেন না, তার ব্যাখ্যা দিয়ে তিনি একটি লম্বা টুইটও করেন। তাঁর মতে, এই অনুষ্ঠানের পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি তুলে ধরার প্রচেষ্টা রয়েছে। টুইটে তিনি লেখেন, গোটা বাংলায় যখন শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে, তখন রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠান রীতিমতো হাস্যকর। অনুষ্ঠানের আগে এই অনুষ্ঠানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । খড়ি-র কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে ৷ এদিন রাতেই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল ৷ অবশ্য রাজনৈতিক মহলের অনেকেরই দাবি, হাতেখড়ি নিয়ে বিতর্কের কারণেই রাজ্যপালকে ডেকে পাঠানো হয়েছে। যদিও রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যপালের দিল্লী যাওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত। আপাতত রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিল্লি সফরের দিকেই নজর থাকবে বিশেষজ্ঞদের।