কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জমকালো ভরা মঞ্চে রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রশংসা করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তা ও কবিসত্তার প্রশংসা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে ভাষণ দেওয়ার সময় বাংলার সাংবিধানিক প্রধানের কথায় উঠে আসছিল বিনয়ের সুর। তিনি বলেন, ‘মঞ্চের চারপাশে তারকার মেলা, আমি একা তারকা নই।’ রাজ্যের প্রশংসা করে সিভি আনন্দ বোস বলেন, ‘কান থেকে বার্লিন, প্যারিস থেকে টরেন্টো, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র উৎসব হয়। কিন্তু বাংলার চলচ্চিত্র উৎসব সবার থেকে পৃথক। আমরা প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার।’ এদিন বাংলার সঙ্গে নিজেকে একাত্ম করে প্রকাশ করেন নতুন রাজ্যপাল। তিনি যে রাজভবনে তাঁর পূর্বসূরী জগদীপ ধনকড়ের পথে হাঁটছেন না তা আগেই বোঝা গিয়েছিল। এর আগেও তিনি বাংলার প্রশংসা করেছিলেন। এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রানী মুখোপাধ্যায়, অরিজিৎ সিং, শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকারা।