দেশ

গুজরাত ভোটের আগে ১০ হাজার কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপাল মোদি সরকার, রিপোর্ট আরটিআইয়ের

সামনেই আসছে গুজরাত ও হিমাচলের বিধাসভা নির্বাচন। তার আগে (১ আগস্ট থেকে ২৯ অক্টবরের মধ্যে) ১ কোটি টাকার ১০,০০০ নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এবং তা বিক্রিও হয়েছে ১-১০ অক্টোবরের মধ্যে। গত শনিবার, দুটি RTI- এর উত্তরে এই তথ্য জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ২৯ অক্টোবর, RTI কর্মী কানহাইয়া কুমারকে SBI-এর জানিয়েছে, ২০১৯ সালে, নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেস থেকে মোট ১১,৪০০ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন মূল্যের (১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকার) নির্বাচনী বন্ড আছে। SBI আরও জানিয়েছে, চলতি বছর সরকার আবার ১ কোটি টাকা মূল্যের ১০,০০০ টি নতুন করে নির্বাচনী বন্ড ছাপিয়েছে। যেখানে, গত জুলাই মাসের পরে সরকারের ঘরে ১ কোটি টাকার ৫,০৬৮ টি নির্বাচনী বন্ড অবিক্রিত অবস্থায় রয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম নির্বাচনী বন্ড চালু করে মোদী সরকার। তারপর থেকে ২৪,৬৫০ টি ১ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্র। এর মধ্যে ১০,১০৮ টি বিক্রি হয়েছে SBI-এর মাধ্যমে। তবে, এই পরিসংখ্যানে নতুন ১ কোটি টাকার ১০,০০০ নির্বাচনী বন্ডের তথ্য সংযোজিত হয়নি। নির্বাচনী বন্ড নিয়ে দ্বিতীয় RTI করেছিলেন লোকেশ বাত্রা নামে এক অবসরপ্রাপ্ত নৌ সেনা অফিসার। তাঁর প্রশ্নের উত্তরে- গত ১৯ আগস্ট, ইন্ডিয়া সিকিউরিটি প্রেস (India Security Press)-এর পক্ষ থেকে বলা হয়েছে, সরকার মোট ৬,৬৪,২৫০ টি নির্বাচনী বন্ড ছাপানোর জন্য ১.৮৫ কোটি টাকা খরচ করেছে। আর, এই তথ্য সামনে আসর পর সোমবার, গুজরাটের দলীয় সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকার নিশানা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। অভিযোগের সুরে তিনি বলেন, ‘বিজেপির আচরণে গণতন্ত্রাতিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে। নির্বাচনী বন্ডের সাহায্যে বিধায়ক কিনে একের পর এক সরকার ফেলে দিচ্ছে।’