লোগো অপরিবর্তিত রেখে মোহনবাগান নামের আগে জুড়ে গেল এটিকের নাম। এখন থেকে দলের নতুন নাম হল এটিকে-মোহনবাগান। মোহনবাগান ক্লাবের ৮০ শতাংশ শেয়ার কিনেছে এটিকে। তাই সংযুক্তিকরণের পর মোহনবাগান নামের আগে এটিকের নাম রয়েছে। এটিকে কর্তারা তেমনটাই চেয়েছিলেন। শুক্রবার অনলাইনে হওয়া প্রথম বোর্ড মিটিংয়ে সেটাই মেনে নেন দুই ক্লাবের কর্তারা। নামের আগে এটিকে জুড়লেও জার্সির রং অবশ্য হারিয়ে ফেলছে না মোহনবাগান। সংযুক্তিকরণের পর প্রথম বৈঠকে ঠিক হয় যে, ঐতিহ্যবাহী সবুজ-মেরুন জার্সি পরেই খেলবে এটিকে-মোহনবাগান। লোগোতেও মোহনবাগানের ঐতিহ্য বজায় থাকছে। তবে এটিকের নামও থাকবে লোগোতে।