শুক্রবার সকালে বারামুলায় গ্রেনেড হামলা চালানো হয়। যার জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে জম্মু কাশ্মীরের এই অঞ্চল। শুক্রবার বারামুলায় গ্রেনেড হামলার জেরে সিআরপিএফের ২ জওয়ান এবং স্থানীয় এক বাসিন্দা আহত হন। সঙ্গে সঙ্গে চিকিত্সার জন্য তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। এদিকে বারামুলার যে জায়গায় শুক্রবার গ্রেনেড হামলায় চালানো হয়, তার আশপাশে জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে সাম্বা সেক্টরে সন্দেহজনক পাক ড্রোন হানাদারি চালায়। বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর ওই ড্রোনটি আকাশ থেকে উধাও হয়ে যায়। ওই ড্রোনের মাধ্যমে ফের পাকিস্তানি জঙ্গিরা বড়সড় কোনও নাশকতার ছক কষছে কি না, তা নিয়ে তল্লাশি শুরু করেছে সেনা বাহিনী।