বিনোদন

প্রয়াত ‘মহাভারত’ সিরিয়ালের খ্যাত বর্ষীয়ান অভিনেতা মামাগুফি পেন্টাল

 নব্বইয়ের দশকে দূরদর্শনে সম্প্রচারিত ‘মহাভারত’ সিরিয়ালের ‘শকুনি মামা’র চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন মামাগুফি পেন্টাল। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। বর্ষীয়ান অভিনেতার আকস্মিক প্রয়াণের খবরে শিল্পীমহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন গুফি পেন্টাল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় গত ৩১ মে আন্ধেরির এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। মাঝে বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর গুজবও রটে। যদিও পরিবারের পক্ষ থেকে ওই গুজব উড়িয়ে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আচমকাই অভিনেতার শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটতে থাকে। সোমবার সকালে চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। প্রয়াত অভিনেতার পুত্র হ্যারি পেন্টাল বাবার  মৃত্যুর খবর জানান। ১৯৪৪ সালের ৪ অক্টোবর এক শিখ পরিবারে জন্ম গুফি পেন্টালের। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ১৯৬৯ সালে ছোট ভাইয়ের সঙ্গে মুম্বইতে হাজির হন। পরিচালক হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরে অভিনয়ে আসেন। বেশ কিছু হিন্দি সিরিয়ালে অভিনয় করেন তিনি। তবে নব্বইয়ের দশকে বি আর চোপড়ার পৌরাণিক সিরিয়াল ‘মহাভারত’ –এ ‘শকুনি মামা’র চরিত্রে অভিনয় করে সবার নজর কাড়ার পাশাপাশি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। ‘রফু চক্কর’, ‘দেশ-পরদেশ’, ‘দিললাগি’র, ‘ময়দান-এ-জঙ্গ’ ছবিতে কাজ করেছেন।