প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে দু’দফার বিধানসভা ভোটের আজ বৃহস্পতিবার প্রথম দিন। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ১৪,৩৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১৮২টি আসনের মধ্যে প্রথম দফায় কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের জেলার ৮৯ আসনে ভোটগ্রহণ হবে। নির্ধারিত হবে ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য। দুই দফার নির্বাচনে প্রথম দিনেই ভাগ্য পরীক্ষা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপিন্দ্র প্যাটেলের। তার সঙ্গে রয়েছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থী। গুজরাত বিধানসভা নির্বাচন এবার ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্র। বিজেপি কংগ্রেসের সঙ্গে পাল্লা দিয়ে ভোট ময়দানে নেমেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। যদিও অমিত শাহদের দাবি গুজরাতে দাঁত ফোটাতে পারবে না কেজরির আপ।