দেশ

গুজরাতের সব সেতু পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

বিধানসভা ভোটের মুখে বিপাকে গুজরাত সরকার। হাইকোর্ট বৃহস্পতিবার নির্দেশ দিয়ে বলেছে, রাজ্য সব সেতুর অবিলম্বে পরীক্ষা শুরু করতে হবে। রাজ্যে মোট সুতের সংখ্যা কত, কোন সেতু কী অবস্থায় পড়ে রয়েছে, সেতু মেরামতি বা সংস্কার করতে গেল কী করতে হবে, সংস্কারের জন্য কতদিন সেতু বন্ধ রাখতে হবে, সব কিছু লিখিত আকারে হাইকোর্টকে জানাতে হবে। সেই সঙ্গে দিতে হবে বিপজ্জনক সেতুর তালিকাও। আদালতে সব সেতুর ফিট সার্টিফিকেটও জমা দিতে হবে।  আদালত এও বলেছে, মোরবি সেতু দুর্ঘটনায় মৃত এবং আহত পরিবার পিছু যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে সেটা অত্যন্ত কম। রাজ্য সরকারকে ক্ষতিপূরণের টাকা বৃদ্ধির ব্য়াপারে চিন্তা-ভাবনা করতে বলেছে। মোরবি সেতু দুর্ঘটনার প্রেক্ষিতেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর রাতে আচমকাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মোরবি সেতু। প্রাণ হারান শতাধিক। আহত হন আরও কয়েক শো। সেতু দুর্ঘটনার খবর নড়ে ওঠে গোটা দেশ। কেঁচো খুুঁড়তে বেরিয়ে আসে কালকেউটে। দেখা যায়, মোরবি পুরসভার থেকে ফিট সার্টিফিকেট না নিয়েই সেতু ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়।