দেশ

মুখ্য নির্বাচন কমিশনারের পদে দায়িত্ব গ্রহণ করলেন জ্ঞানেশ কুমার

ভারতের নয়া মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নাম ঘোষণা করা হল। আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শুরু হবে। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত সেই পদে থাকবেন তিনি। অর্থাৎ আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন করানোর দায়িত্ব থাকছে তাঁর কাঁধেই। তবে তাঁর প্রথম বড় চ্যালেঞ্জ হবে বিহার বিধানসভা নির্বাচন। যা চলতি বছরের শেষের দিকে হবে। তারপর আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনের সময়ও তিনি দায়িত্বে থাকবেন। তারপর একাধিক বিধানসভা নির্বাচন হবে তাঁর নেতৃত্বে। কিন্তু আগামী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার ঠিক আগেই দায়িত্বভার গ্রহণ করবেন নয়া মুখ্য নির্বাচন কমিশনার।