কলকাতা

আজ ফের ৫৯ জনের বেআইনি নিয়োগ বাতিল করার নির্দেশ দিলেন বিচারক গঙ্গোপাধ্যায়, চাকরি গেল মোট ২৫৫জনের

প্রাথমিকে বেআইনি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলার ভিত্তিতে ১৪০ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। আজকে আরও ৫৯ জনের চাকরি বাতিল করলেন তিনি। ডিসেম্বরে প্রাথমিকে কর্মরত ৫৩ জনের চাকরি বাতিল করেছিল উচ্চ আদালত। আজ বৃহস্পতিবার আরও ৫৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে এখনও মোট ২৫৫ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট।এদিন ৬১ জন প্রাথমিক শিক্ষকের চাকরি সংক্রান্ত আবেদনের শুনানি ছিল হাইকোর্টে। নিয়োগের নথিপত্র খতিয়ে দেখার পর ৫৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।বরখাস্তদের বেতনও বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষক হিসাবে কর্মরত বাকি ২ জনের মামলা পরবর্তী শুনানির দিন হবে। কার্যত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিকে একের পর এক বেআইনি নিয়োগ বাতিল হচ্ছে। আর এই নিয়ে চলছে জোরদার চর্চা।