কলকাতা

চতুর্থ শ্রেণির ৫৭৩জন কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

চতুর্থ শ্রেণির ৫৭৩ জন কর্মচারীর চাকরি বাতিল করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে আকাশছোঁয়া দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি । এখনই চাকরি খারিজের পাশাপাশি তাঁদের এতদিন যে বেতন দেওয়া হয়েছে, তাও ফেরাতে হবে বলে নির্দেশ দিলেন তিনি ।এ দিন ক্ষুব্ধ বিচারপতি বলেন, এঁদের সবাইকে মামলায় যুক্ত করা হলেও কেউ এখনও তাঁদের বক্তব্য জানাতে আসেননি । আর এই রায় ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হলেও সেখানে যে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়, তারা এই কোর্টে সংশ্লিষ্ট দিনে কোনও রিপোর্ট দেওয়ার বা জানানোর প্রয়োজন বোধ করেনি ৷