কলকাতা

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর দাবি ছিল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আবেদনকারীদের বিস্তারিত বিবরণ আপলোড করা হয়নি। ওয়েবসাইটটি ইতিমধ্যেই ফ্রিজ করে দেওয়া হয়েছে। ডিভিশন বেঞ্চে মামলা বিচারাধীন রয়েছে।  এই অবস্থায় এই ধরনের চাকরি সংক্রান্ত মামলা জনস্বার্থ হিসাবে আদালতের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়। সেই কারণে খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ।