আদালতে খারিজ হয়ে গেল বকটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যু মামলা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশে স্পষ্ট হল যে তদন্তভার স্বাধীন ভাবেই থাকছে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি’র হাতেই। সিবিআই হেফাজতে মৃত্যু হয়েছিল লালনের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি ছিল, আত্মহত্যা করেছে লালন। তবে মৃতের পরিবারের অভিযোগ, ঘুষ চেয়ে হুমকি দেওয়ার পরে বেঢড়ক মারধর করার পরে খুন করা হয়েছে লালনকে। মৃতের স্ত্রী রেশমা বিবি’র দাবি, মারধর করা হয়েছে তাঁকেও। রহস্যমৃত্যু নিয়ে আদালতে দায়ের হয়েছিল মামলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চেষ্টা করেছিল, এই মামলার তদন্ত যাতে সিআইডি না করে।