একের পর এক নিম্নচাপে একটানা বৃষ্টি দক্ষিণবঙ্গে।। শহর ও শহরতলি জুড়ে কমবেশি বৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ উড়িষ্যা উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। সুস্পষ্ট নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। উড়িষ্যা উপকূলে নিম্নচাপের সঙ্গী ঘূর্ণাবর্ত। রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরুতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকত সর্তকতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাওড়া, হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সর্তকতা। অতি ভারী বৃষ্টির সর্তকতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। শুক্রবারে ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া ,বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মতো উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ও ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে ২৫ শে আগস্ট পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলবে বৃষ্টি ।
Related Articles
গত ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৯ সদ্যোজাতের মৃত্যু
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জন সদ্যোজাত শিশুর ৷ ওই শিশুদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এই মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল ৷ এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ গড়া হয়েছে তদন্ত কমিটি ৷ তবে ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে । চিকিৎসকদের ঘিরে বিক্ষোভ শুরু করেন […]
‘হাতির হানায় মৃতের পরিবারের সদস্য চাকরি’, মাওবাদী আক্রান্তদের পরিবারকে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর
পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে হাতির আক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। হাতির হামলায় কেউ প্রাণ হারালে তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় হামেশাই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা দেয় হাতির পাল। হাতির […]
‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও উন্নতি হবে’, তৃণমূল ভবনে এসে বললেন জয়া
বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানকে সামনে রেখে প্রচারে ঝড় তুলছে তৃণমূল। এবার এই স্লোগানকে সামনে রেখে ভোট প্রচারে এসেছেন জয়া বচ্চন। তৃণমূল ভবনে একটি সাংবাদিক বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দোলা সেন, পূর্ণেন্দু বসু। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়া বচ্চনকে সংবর্ধনা জানানো হয়। মমতার হয়ে প্রচারে ৩ দিনের জন্য রাজ্যে এসেছেন জয়া বচ্চন । […]