কলকাতা

জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

আগামী দু-ঘণ্টায় জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইবে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে। মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে। সপ্তাহান্তে আর গরম পড়ার কোনও সম্ভাবনা নেই। বাঁকুড়া এবং পুরুলিয়ায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জার করেছে আলিপুর আবহাওয়া দফতর। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  দিঘার-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র মেঘলা আকাশ। আজ দুপুরের পর বজ্রবিদ্যুৎ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়। সোমবার পর্যন্ত জেলার আবহাওয়া প্রায় একইরকম থাকবে।