Posted onAuthorবঙ্গনিউজComments Off on জম্মু-কাশ্মীরের সোনমার্গে প্রবল তুষারপাত
প্রবল তুষারপাত জম্মু-কাশ্মীরের সোনমার্গে। প্রবল তুষারপাতের জেরে বন্ধ শ্রীনগর-কার্গিল হাইওয়ে। সোনমার্গের বালতাল, জজিলা এলাকা প্রবল তুষারধসের ছবি প্রকাশ্যে এসেছে। এখনও এই ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই।