দেশ

গুজরাতের কচ্ছের সমুদ্র উপকূল থেকে উদ্ধার প্রায় ৪০০ কোটি টাকার হেরোইন, গ্রেপ্তার ৬ পাকিস্তানি

গুজরাতের কচ্ছের সমুদ্র উপকূলে থেকে বাজেয়াপ্ত হল বিপুল পরিমাণ মাদক ৷ গুজরাত এটিএস এবং ইন্ডিয়ান কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৪০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে কচ্ছের সমুদ্র উপকূলে জাখাউয়ের কাছে ৷ একটি পাকিস্তানি বোট থেকে এই মাদক উদ্ধার হয়েছে ৷ মাদকের পাশাপাশি ওই বোটে থাকা ৬ জন পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ আটকরা মাদক পাচারকারী বলে জানা গিয়েছে ৷