আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির নির্দেশ কার্যকর না হওয়ায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে আদালতে তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার বিকেল ৫টার মধ্যে রাজ্যের আইনমন্ত্রীকে তলব করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছন তিনি। অর্পণ চট্টোপাধ্যায়ের বদলির ফাইলের প্রসঙ্গে আইনমন্ত্রীর কাছে জানতে চান বিচারপতি। আইনমন্ত্রী জানান, অসুস্থ থাকার কারণেই সেই কাজ এখনও করে উঠতে পারেননি তিনি। যত তাড়াতাড়ি সম্ভব, ফাইল ছেড়ে দেবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে আইনমন্ত্রী কিছুটা সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে। বিচারপতি ৬ অক্টোবরের মধ্যে বিষয়টি দেখতে বলেন। বিচারপতির অনুরোধে সম্মতি জানান আইনমন্ত্রী।