প্রধান বিচারপতি টিএস টি এস শিবজ্ঞানম বললেন, ‘রাস্তায় আটকে অনুষ্ঠান করা যাবে না। ‘বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয়, রাজ্যের বাইরে গিয়ে করুন। বস্তিতে গিয়ে করুন’। আর মাত্র তিনদিন। সোমবার বড়দিন। যোধপুর পার্কে দুঃস্থ বাচ্চাদের কেক বিতরণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। ২৩ ডিসেম্বর, শনিবার এই অনুষ্ঠানে থাকার কথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম-সহ আর অনেকেরই। কিন্তু রাস্তায় আটকে সেই অনুষ্ঠান করার অনুমতি দেয়নি পুলিশ। এরপরই মামলা গড়ায় হাইকোর্টে।