কলকাতা

নন্দীগ্রামে অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৪৭টি এফআইআর নিয়ে তদন্তে অগ্রগতির রিপোর্ট রাজ্যকে ২ জুলাই আদালতে পেশ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । এই সময়ের মধ্যে পুলিশ ওই ৪৭টি অভিযোগের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না বলে অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন । উল্লেখ্য, ১৪মে থেকে ১জুন একই থানায় ৪৭টি এফআইআর হয়েছে । এর প্রায় সবক’টি মামলা বিজেপি নেতা-সমর্থকদের বিরুদ্ধে । মাত্র দু’সপ্তাহের মধ্যে এতগুলো এফআইআর । যার সবক’টি ওপেনএনডেড এফআইআর। অর্থাৎ সেই এফআইআরের ভিত্তিতে যে কোনও সময় যে কোনও কারওকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, গ্রেফতার করা হতে পারে । আর সেগুলির মধ্যে বেশিরভাগই পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা । বিরোধী দলের নেতাকর্মীদের হেনস্থা করতেই পুলিশ এটা করেছে বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ।এদিন সেই মামলার শুনানিতে বিরোধী দলনেতার আইনজীবী পিএস পাটওয়ালিয়া বলেন, এক মাস চার দিনে ৪৭টি এফআইআর দায়ের হয়েছে নন্দীগ্রামে । শুভেন্দু অধিকারী-সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকের নাম সেখানে জড়িত । তার মধ্যে ৩৪ জন বিজেপি নেতাকে একাধিক মামলায় যুক্ত করা হয়েছে । প্রায় একইরকম অভিযোগের বয়ান । প্রায় সবই ওপেন এন্ডেড এফআইআর । মিথ্যে মামলায় বিরোধীদের শায়েস্তা করতে এই পথ নেওয়া হয়েছে ।