কলকাতা

বদলাচ্ছে উচ্চ-মাধ্যমিকের সিলেবাস!

প্রায় ১০ বছর বাদে উচ্চ-মাধ্যমিকের সিলেমবাসে বদল আসতে চলেছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের পরিকল্পনা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। রাজ্যের কাছে প্রস্তাব পাঠাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৪৭টি বিষয়ে সিলেবাস পরিবর্তন করতে চায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রত্যেকটি বিষয়ের জন্য পৃথক পৃথক কমিটি গঠন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী শনিবার সংসদ এই কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসছে । সংসদের পক্ষ থেকে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “আমরা কেন্দ্রের বোর্ডগুলির সঙ্গে সমঞ্জস্য বজায় রেখে রাজ্যে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নতুন করে সিলেবাস তৈরি করতে চাই। ২০১২-১৩ সালের সিলেবাস বদল হয়েছিল এখন আমাদের ফের সিলেবাস বদলের প্রয়োজন রয়েছে। সরকার অনুমোদন দিলে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাসে ছাত্রছাত্রীরা পঠন -পাঠন করবেন।” তবে এই নতুন সিলেবাসে ঠিক কী কী থাকবে, তা এখনও স্পষ্ট করে জানা সম্ভব হয়নি৷ তবে সিলেবাসকে আরও বেশি করে পরিস্থিতির সঙ্গে মানিয়ে তৈরি করার কথা সরকার অনেকদিন ধরেই ভাবছে সরকার৷  যাতে অন্য বোর্ডের পড়ুয়াদের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গের বোর্ডের পড়ুয়ারাও সমান নম্বর ও দক্ষতা আরও দ্রুত অর্জন করতে পারে, সেই দিকেই মূলত নজর দেওয়া হচ্ছে৷