হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে নিজেদের অধিকাংশ প্রার্থীর নামও ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি। প্রথম ধাপেই ৬২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি ৬টি কেন্দ্রের প্রার্থীর নামও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সিরাজ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। আগামী ১২ নভেম্বর পার্বত্য রাজ্যটিতে ভোট হওয়ার কথা। ফলাফল ঘোষণা হওয়ার কথা ৮ ডিসেন্বর।



