সরকারি হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারকে মারধরে গ্রেফতার হোমগার্ড। অভিযোগ, কালীপুজোর সন্ধেয় আত্মীয়র চিকিৎসা করতে গিয়ে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারকে হেনস্থার অভিযোগ ওঠে উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলালের বিরুদ্ধে। এমনকী, হাসপাতালের বাইরে বেরলে মারধর-ধর্ষণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। অভিযোগ পেয়ে রাতেই ওই হোমগার্ড-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কালীপুজোর সন্ধেয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতালে এক আত্মীয়াকে নিয়ে যান অভিযুক্ত শেখ বাবুলাল। সঙ্গে জনা দশেক লোক ছিলেন। রোগীর শারীরিক পরীক্ষার পরে রেস্টরুমে ছিলেন ওই মহিলা জুনিয়র ডাক্তার। অভিযোগ, সেইসময় রোগীকে ঠিকমতো না দেখার অভিযোগ তুলে সদলবলে তাঁর উপর চড়াও হন অস্থায়ী হোমগার্ড। তাঁর ঘাড়ে ঘুষি মেরে, হাত মুচকে দেওয়া হয়। অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। রাস্তায় বেরোলে ওই মহিলা চিকিৎসককে মারধর এমনকী, ধর্ষণ করা হবে বলেও হুমকি দেওয়া হয়। রাতেই উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে রাতেই অভিযুক্ত বাবুলালকে গ্রেফতার করে পুলিশ।


