দেশ

বিজেপি শাসিত মণিপুরে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক

ফের অশান্ত মণিপুর। পূর্ব ও পশ্চিম ইম্ফলে কার্ফু জারি করা হয়েছে। বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অশান্ত পরিস্থিতি সামাল দিতে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পাঠাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে মণিপুরের বর্তমান পরিস্থিতি। উত্তর-পূর্ব রাজ্যের পরিস্থিতি নিয়ে সোমবার নিজের মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ। সূত্রের খবর, সেখানেই এই অতিরিক্ত বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি কোম্পানির সদস্য সংখ্যা প্রায় ১০০। উল্লেখ্য, গত ৭ নভেম্বর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। নতুন করে অশান্তি ছড়িয়েছে জিরিবাম জেলা। এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর মিলেছে।বিজেপি বিধায়ক ওয়াই রাধেশ্যাম, কংগ্রেস বিধায়ক টিএইচ লোকশ্বরের বাড়িতে আগুন ধরানো হয়। তাদের বাড়িতে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ইম্ফল পূর্ব জেলার লুয়াংশাংবামে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পৈতৃক বাড়িতেও হামলার অভিযোগ ওঠে। গত ১৪ নভেম্বর নতুন করে লাগু হয়েছে আফস্পা। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। রাজ্যের হিংসার পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ মুখ্যমন্ত্রী, এনসিপির তাদের সমর্থন সরকারের উপর থেকে তুলে নেওয়ার কথাও জানিয়েছেন। এ নিয়ে সোমবার নিজের মন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শাহ। বৈঠকে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই রাজ্যে আরও পাঁচ হাজার জওয়ান পাঠাচ্ছে শাহের মন্ত্রক। এমনিতে পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং সেনার সঙ্গে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।