দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কনস্টেবল অমিত রাণা (৩১)। গত সোমবার রাত থেকে জ্বর এসেছিল এই কনস্টেবলের। কিন্তু তারপরেও তাঁকে কোনও হাসপাতাল ভর্তি নিতে চায়নি বলে অভিযোগ উঠেছে। কোথাও বলা হয়েছে কোভিড টেস্ট হবে, তবে রোগী ভর্তি করা যাবে না। কোথাও বা সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। যদিও এর সত্যতা যাচাই করেনি ‘বঙ্গ নিউজ’। ওই অডিও ক্লিপে অমিত রাণা প্রসঙ্গে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে যে সোমবার ডিউটি থেকে ফেরার পরেই জ্বর আসে কনস্টেবলের। সকালে অবস্থা বেগতিক হওয়ায় স্থানীয় কোভিড টেস্টিং সেন্টারে যান অমিত। উল্লেখ্য অশোক বিহারের বাসিন্দা ছিলেন তিনি। ওই সেন্টারে বলা হয় টেস্ট তো হবে কিন্তু রোগীকে ভর্তি করা সম্ভব নয়। এক সহকর্মীর সঙ্গে এরপর বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে যান। সেখানেই তাঁকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর এক সিনিয়র সহকর্মীর সহায়তায় দীপ চাঁদ বন্ধু সরকারি হাসপাতালে যান অমিত রাণা। সেখানে তাঁকে কোভিড টেস্ট করার পরামর্শ দিয়ে এবং সাময়িক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে ভাইরাল হওয়া অডিও ক্লিপে দাবি করেছেন ওই ব্যক্তি। এরপর টেস্ট করান ওই কনস্টেবল। তারপর অশোক বিহার এলাকায় নিজের বাড়িতেই সেলফ আইসোলেশনে থাকবেন বলে ফিরে আসেন তিনি। তবে সেদিন রাতেই অবস্থার অবনতি হওয়ায় রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিত রাণাকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত্যুর আগে অমিতের লালারসের নমুনা নিয়ে টেস্টের জন্য পাঠানো হয়। বুধবার রিপোর্টে করোন সংক্রমণ ধরা পড়েছে।
