ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোরের দিকে লাইনচ্যুত হয় হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস। ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হয়ে যায় ট্রেন। মঙ্গলবার চক্রধরপুর রাজাখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত হয়েছেন ২০ জন। তবে আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনের ১৮টি কামরা। এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে রেলের টিম। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। হাওড়া থেকে ছেড়েছিল ট্রেন। গত ২ মাসে এই নিয়ে ৩ বার ট্রেন দুর্ঘটনা ঘটল।জানা গিয়েছে, আগে থেকে বেলাইন হওয়া একটি মালগাড়ির কয়েকটি বগি রেললাইনের উপর পড়ে ছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই লাইনচ্যুত হয় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) এক্সপ্রেস বা হাওড়া-মুম্বই মেল ভায়া নাগপুর। দক্ষিণ পূর্ব রেলওয়ে চক্রধরপুর বিভাগের সিনিয়র আধিকারিক জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে জোরকদমে। যাত্রীরা জানান, ট্রেনটি টাটানগর ছেড়ে আসার পর বাদাবোম্বো পার হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দ হয়। তখনই লাইনচ্যুত হয় ট্রেনটি। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছাড়ছে। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে হাওড়া থেকে দূরপাল্লার কয়েকটি ট্রেন।