ঘোষণা মেনেই দেশে সম্ভাব্য করোনা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগের কাজ শুরু হল। পাটনার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) পরীক্ষার সূচনা করল। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর-এর পক্ষ থেকে একথা জানানো হয়েছে। ভারত বায়োটেক ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির যৌথ উদ্যোগে তৈরি করোনার এই বিশেষ প্রতিষেধক পাটনায় মোট ১৮ জন স্বেচ্ছাসেবীর উপর প্রয়োগ করা হয়। আইসিএমআর সূত্রে খবর, স্বেচ্ছাসেবীদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে। ট্রায়াল শুরুর আগে প্রত্যেকের মেডিক্যাল চেক আপ করা হয়। রিপোর্ট হাতে আসার পর তা খুঁটিয়ে দেখেন চিকিৎসকেরা। এরপর দেওয়া হয় ভ্যাকসিনের প্রথম ডোজ। এরপর অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের সকলকে ঘণ্টা দুই-তিনেক পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকেরা সবুজ সঙ্কেত দিলে তবেই প্রয়োগ করা হবে পরবর্তী ডোজ।