পুজোর মাঝেই হাড়হিম করা ঘটনা শহরে। এক গৃহবধূকে হত্যা করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা বউবাজার এলাকায়। নিহত গৃহবধূর নাম দীপ্তি শুক্লা। ময়নাতদন্ত হতেই ধরা পড়ে আসল সত্য। ঘটনায় মহিলার স্বামীকে আটক করা হয়েছে। তৃতীয়ার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বউবাজারের যদুনাথ দে রোডে। একটি বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়েছেন এক গৃহবধূ বলে জানানো হয় প্রাথমিকভাবে। পরে জানানো হয়, ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। পরে দেহের ময়নাতদন্ত করলে জানা যায় আসল তথ্য। মহিলার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে জানায় পুলিশ। জানা গিয়েছে, তৃতীয়ার দিন রাতে বউবাজারের যদুনাথ দে রোডে একটি বাড়িতে আগুন লেগে গিয়েছে বলে জানানো হয়। পরে গৃহবধূর অভিযুক্ত স্বামী জানান, তার স্ত্রী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। অভিযুক্ত স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি মেলে। গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অপরাধের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।