নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লিঃ মোদিকে ক্ষমতাচ্যুত করাটাই এখন প্রধান লক্ষ্য ৷ ২০২৪-এর নির্বাচনে কে বিরোধী শিবিরের মুখ হলেন তা বড় নয় ৷ বুধবার দিল্লিতে এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন দিল্লিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই ৷ অন্য কেউ নেতৃত্ব দিলেও সমস্যা নেই ৷” পাশাপাশি তিনি আরও বলেন, “আমি একজন সাধারণ কর্মী ৷ একজন কর্মী হিসাবেই চালিয়ে যেতে চাই ৷” মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরের দিকে তাকিয়ে গোটা দেশ ৷ মোদি-বিরোধী শিবিরের মুখ হিসাবে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মনে করছেন ৷ হাওয়াও যেন তেমনই চলছিল ৷ এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ তাঁকে সেখানে বিরোধী শিবিরের নেতৃত্বে কে থাকবেন জানতে চাওয়া বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বেড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিয়ে বিরোধী শিবিরকে সাহায্য করতে চাই ৷ তবে নেতা হতে চাই না ৷ সাধারণ একজন ক্যাডার হিসাবেই কাজ করতে চাই ৷” মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই বলেন, “আমি কোনও রাজনৈতিক জ্যোতিষী নই ৷ এটা অনেক কিছুই উপরই নির্ভর করছে ৷ অন্য কেউ নেতৃত্ব দিলেও আমার আপত্তি নেই ৷ যা-ই হবে আলোচনার ভিত্তিতে হবে ৷ তবে আমি তো কিছুই চাপিয়ে দিতে পারি না ৷” পাশাপাশি পেগাসাস স্পাইওয়্যারের চরবৃত্তি প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, “পরিস্থিতি গুরুতর ৷ জরুরি অবস্থার চেয়েও মারাত্মক ৷ ওরা (কেন্দ্র) সব জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইনকাম ট্যাক্সকে পাঠাতে পারে ৷ কিন্তু এই বিষয়ে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যাচ্ছে না, গণতন্ত্রে যা কোনও সরকারের করাই উচিত নয় ৷