কৃষক বিক্ষোভের জেরে পঞ্জাবের ফিরোজপুরের অদূরে আটকে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয়৷ দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া সেই ঘটনা নিয়ে বৃহস্পতিবার মুখ খুলল ভারতীয় কিসান ইউনিয়ন (ক্রান্তিকারী)৷ সংগঠনের সভাপতি সুরজিৎ সিং ফুল বলেন, ‘পুলিস সুপার আমাদের রাস্তা খালি করে দেওয়ার কথা বলে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কনভয় যাবে৷ কিন্তু আমরা ভেবেছিলাম, পুলিস মিথ্যা কথা বলছে৷ যাতে সবাই রাস্তা থেকে সরে যাই৷’ বুধবারের ওই ঘটনার পর ফিরোজপুরের সভা বাতিল করে ভাতিন্দা হয়ে দিল্লি ফিরে যান মোদি৷ তবে যাওয়ার আগে গোটা ঘটনা নিয়ে নিজের বিরক্তি চেপে রাখেননি নমো৷ পঞ্জাবের কংগ্রেস সরকারকে খোঁচা মেরে প্রধানমন্ত্রী বিমানবন্দরের অফিসারদের বলেন, ‘বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক৷ এর জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন৷’ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় অব্যবস্থা নিয়ে সেই থেকে শুরু হয়েছে পঞ্জাব ও কেন্দ্রের টানাপড়েন৷ বিষয়টিতে রাজনৈতিক রঙ লাগতেও দেরি হয়নি৷ বৃহস্পতিবার সকালেও বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, গতকাল বিক্ষোভ চলাকালীন ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর কনভয় ২০ মিনিট দাঁড়িয়ে ছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গাফিলতি নিয়ে রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে৷