সেনা ও আধাসেনার মধ্যে রক্তক্ষয়ী সংগ্রামের জেরে রণক্ষেত্র সুদান। গৃহযুদ্ধে বিদ্বস্ত দেশটি থেকে প্রথম দফায় সুদান পোর্ট থেকে ২৭৮ জন ভারতীয়কে সৌদি আরবের জেড্ডায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবার অপারেশন কাবেরীর অধীনে আরও ২৫০ জন প্রবাসীকে বায়ুসেনার বিশেষ বিমানে করে সুদান থেকে সরানো হল।